সরস্বতী পূজোর প্রস্তুতিপর্ব চলাকালীন কালনার নটরাজ ক্লাবের প্যান্ডেলে ভয়াবহ আগুন এ দিন বুধবার ভোরে ঘটনাস্থলে কালনা দমকলের দুটি ইঞ্জিন। তবে কি কারণে এই আগুন সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি, কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো উপলক্ষে সেখানে একটি গাছের থিম করা হচ্ছিল, হঠাৎই এদিন বুধবার ভোরে আগুন দেখতে পায় এলাকাবাসীরা খবর দেয়া হয় দমকলকে , দমকলের দুটি ইঞ্জিনেছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটের এই প্যান্ডেল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হলো।