রঘুনাথপুর ১: রঘুনাথপুরের জয়চন্ডী রেল গেটের অদূরে রাস্তার পাশ থেকে ১ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ,দেহ PMএ পাঠাল পুলিশ
পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চন্ডী রেল গেটের অদূর থেকে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। জানা গেছে মৃত ঐ ব্যক্তির নাম শেখ জামাল ।তার বাড়ি নিতুড়িয়া থানার ইনানপুরে।সোমবার সকালে রঘুনাথপুর-আদ্রা রাস্তায় জয়চন্ডী রেল গেটের অদূরে স্হানীয়রা তাকে পড়ে থাকতে দেখে রঘুনাথপুর থানার পুলিশকে খবর জানালে পুলিশ তাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।