ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখী সংঘর্ষে মৃত এক কিশোর। রবিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম আব্দুল আজিজ(১৮)। তার বাড়ি ইটাহারের কুরমানপুর গ্রামে। জানা গিয়েছে, এদিন বিকেলে আব্দুল ইটাহার চাঁভোট মোড়ের পেট্রোল পাম্প ট্রাক্টরের তেল নিয়ে বাইক চালিয়ে মালদহ মুখে বাড়ি ফিরার পথে এই দুর্ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। সেখানে মৃত্যু হয় আব্দুলের।