তেহট্ট ১: তেহট্ট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল, বার্ষিক স্পোর্টস প্রতিযোগিতা, ধরা পড়ল আমাদের ক্যামের ায়
শুক্রবার সকাল ১০ টার সময় থেকে কৃষ্ণনগর পুলিশ ডিস্টিকের, উদ্যোগে ও তেহট্ট থানার তত্ত্বাবধানে তেহট্ট থানা এলাকার পুলিশ ও সিভিক পুলিশ ও কনস্টেবলদের নিয়ে তেহট্ট উচ্চ বিদ্যালয়ে শুরু হল বার্ষিক স্পোর্টস। বার্ষিক স্পোর্টস সকাল ১০ টার সময় থেকে শুরু হযেছে চলবে বিকেল ৪টের সময় পযর্ন্ত।