রবিবার সন্ধ্যায় নবদ্বীপ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পাঁচমাথা মোড় সহ একাধিক জায়গায় পথসভার আয়োজন করে CPI(M) ৮ ও ১৪ নম্বর শাখার কর্মীরা,আগামী ১১ ডিসেম্বর নবদ্বীপে প্রবেশ করবে বাংলা বাঁচাও যাত্রা,অন্যদিকে ঐদিন সন্ধ্যায় রাধাবাজারে একটি জনসভার আয়োজন করা হয়েছে CPI(M)এর পক্ষ থেকে,ইতিমধ্যেই বাংলা বাঁচাও যাত্রা উপলক্ষে সেই জনসভা সফল করতে শহর ও ব্লকের বিভিন্ন এলাকায় পথসভার মাধ্যমে প্রচার অভিযান শুরু করেছে CPI(M) এর কর্মী সমর্থকেরা।