মঙ্গলবার দেহটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় বকশিরহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম সহদেব বর্মন (৪০) । তার বাড়ি অসমের কোকরাঝার জেলার শিমুল টাপু এলাকায়। এদিন সকালে তিনি মোটরসাইকেলে করে সংকোশ বাজারে বাজার করতে আসতেছিলেন। সংকোশ ব্রিজ এলাকায় একটি বিকল্প কন্টেইনার গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে একটি লড়ি তাকে পিষে দিয়ে যায়।