বিনপুর ১: ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বিনপুর থানার সহযোগিতায় 'সহায়' শিবির রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
একদা মাও অধ্যূষিত গ্ৰাম। এই গ্ৰামেই খড় পালোই থেকে উদ্ধার হয়েছিল শিলদা কান্ডের সমস্ত বন্দুক ও মাওবাদীদের পোশাক। সেই গ্ৰামে এসেই নিবিড় জনসংযোগ পুলিশের। গ্ৰামটি হলো বিনপুর ১ ব্লকের আঁধারিয়া গ্ৰাম পঞ্চায়েতের রাধামোহনপুর গ্ৰাম। সোমবার রাধামোহনপুর প্রাথমিক আদিবাসী বিদ্যালয় প্রাঙ্গণে এসে গ্ৰামবাসীদের পাশে থাকার বার্তা দিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন গুলাম সারওয়ার।