বাসন্তী: নব দিগন্ত ডোনার মেম্বার মিট অনুষ্ঠান আয়োজিত হল উপস্থিত ছিলেন বাসন্তী সমাজসেবী ফারুক সরদার এছাড়া অন্যান্য।
বাসন্তী : উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ব্লকের ন্যাজার থানার অন্তর্গত সাকদা গ্রামের নগ দিগন্ত সংস্থার কর্ণধার ডক্টর ফারুক হোসেন গাজী উদ্যোগে বাৎসরিক সদস্য ডোনার গেট টুগেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হল। নব দিগন্তের এই অনুষ্ঠান মঞ্চে মাহিন অ্যাডভাইজার আবিদ হোসেন এবং সমাজসেবী আনোয়ার হোসেন কাসেমী। বাসন্তী সমাজসেবী ফারুক সরদার।এবং আনোয়ার হোসেন কাসেমী। আজ বিকাল চারটের সময় অনুষ্ঠান আয়োজিত হয়।