মানিকচক: করিয়া সুলতানপুর গ্রামের বাসিন্দাদের দাবি মত উচ্চ ক্ষমতা সম্পন্ন বাতিস্তম্ভ বসানোর কাজের শিল্যানাস
আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মানিকচকের করিয়া সুলতানপুর গ্রামের বাসিন্দারা দাবি জানিয়েছিল এলাকা অন্ধকার থাকায় আলোর ব্যবস্থা করার। সেই দাবি মত মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগ মতোই অর্থ বরাদ্দ হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বাতিস্তম্ভ বসানোর। সেই কাজেরই ফিতে কেটে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলার নাশ করল মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সকলের সহযোগিতার সুষ্ঠুভাবে তার সম্পন্ন করতে বার্তা রাখা হয়।