তুফানগঞ্জ ২: সরকারি প্রতিষ্ঠানে SIR এর সহায়তা শিবির করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভানু কুমারী 2 GP তে সরব বিরোধীরা
বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেল তুফানগঞ্জ দুই ব্লকের ভানু কুমারী দুই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে । বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যারা বিরোধিতা করছে তারাই সরকারি জমির মধ্যেই এস আই আর এর সহায়তা শিবির খুলছে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন তারা। যদিও এ বিষয়ে তুফানগঞ্জ ২ এর তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে যান নি। জেলা তৃণমূলের সভাপতি অভিজিতদের ভৌমিক জানিয়েছেন যা হয়েছে ভালো হয়েছে, সহায়তা শিবির হয়েছে অসহায়তা শিবির তো হয়নি।