মগরাহাট ১: শিরাকল গ্রাম পঞ্চায়েতের হায়াত নগর রথতলা প্রাঙ্গণে উন্নয়নের পাঁচালী সংক্রান্ত বিষয় নিয়ে বর্ধিত সভা উপস্থিত বিধায়ক
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিরাকল গ্রাম পঞ্চায়েতের হায়াত নগর রথ তলা প্রাঙ্গণে উন্নয়নের পাঁচালী সংক্রান্ত বিষয় নিয়ে একটি বর্ধিত সভার আয়োজন করা হয় উক্ত এই বর্ধিত সভায় উপস্থিত হন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা।