ইটাহার: ইটাহারের আমপকড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, বরাত জোড়ে প্রাণে বাঁচলেন এক দম্পতি ও নাবালক ছেলে
শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে গাছে ধাক্কা। বরাত জোড়ে প্রাণে বাঁচলেন নাবালক ছেলে সহ এক দম্পতি। তবে ঘটনায় জখম হয়েছেন ওই দম্পতি সহ তাদের ছেলে। শুক্রবার পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের আমপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখম ব্যক্তির নাম শেখ মাতিবুর, স্ত্রী নাজরিনা খাতুন ও ১০ বছরের ছেলে শেখ ফিরোজ। তাদের বাড়ি করণদিঘি থানার কামারতোর গ্রামে। জখম দের ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করেছেন চিকিৎসক।