নলহাটি ব্রাহ্মণী নদীতে সেতু নির্মাণের কাজের সময় উঠে এলো কাঠের তিনটি মূর্তি সেই ঘিরে চাঞ্চল্য এলাকায়। আজ সোমবার বিকেল চারটা নাগাদ নলহাটির ব্রাহ্মণী নদীতে গিয়ে দেখা যায় ব্রাহ্মণী নদীতে সেতুর নিচে চলছে অস্থায়ী সেতু নির্মাণের কাজ, সেই নির্মাণ কার্যের খননের সময় উঠে আসে একটি লাল কাপড়ে জড়ানো কাঠের তিনটি মূর্তি ।মূর্তি তিনটি জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রার। এই মূর্তি উদ্ধার ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য।