আজ বড়দিন,আজকের দিনেই যীশুর জন্মদিন উদযাপন করা হয় বিশ্বজুড়ে। ইতিহাস অনুযায়ী ২৫ ডিসেম্বর বেথেলহেম শহরে মা মেরির কোলে জন্মেছিলেন যীশু। পাড়া থানার অন্তর্গত আনাড়া জি ই এল চার্চে বিশাল জাঁকজমক সহকারে পালিত হল বড়দিন বা ক্রিসমাস। এই চার্চ ২০০০ সালে শুরু হয়েছিল হলেও ২০০৭ সালে চার্চের সংস্কার করা হয়েছে। গতকাল থেকে রঙিন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। বৃহস্পত