খয়রাশোল ব্লক প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ব্লক প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি প্রকল্পের আওতায় এলাকায় স্বনির্ভরতা বাড়ানো ও গ্রামীণ পরিবারের আর্থিক উন্নয়নের লক্ষ্যে এই বাচ্চা বিতরণ করা হয় বলে জানান দপ্তরের কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর সহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মী ও স্থানীয় মানুষজন।