সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় দাঁড়িয়ে সেই নতুন দল ঘোষণা করেন হুমায়ুন কবীর। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল হুমায়ুন কবীরের - জনতা উন্নয়ন পার্টি। আর পরেই হোঁচট। কখনও সৌদি থেকে অতিথি আনা নিয়ে ধোঁকা খেয়ে যাওয়া ! কখনও আবার লোকাল বাউন্সারকে ভিনরাজ্যের বাউন্সার বলে চালিয়ে দেওয়া নিয়ে বিভ্রান্তি। হুমায়ুনের নতুন পথে হাঁটা শুরু থেকেই নানারকম বিভ্রাট চলছেই। এবার প্রার্থী ঘোষণা করেও হোঁচট খেলেন হুমায়ুন কবীর।