গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে যানজটের মূল কারণ চন্দ্রকোনারোড-ঘাটালগামী রাজ্য সড়কের উপর রেলগেট,সোমবার শহরে যানজট মুক্ত করতে চন্দ্রকোনারোড রেল GRP অফিসে ওভারব্রিজ বা সাবওয়ের দাবি নিয়ে বিক্ষোপ ও স্মারকলিপি প্রদান করল চন্দ্রকোনারোড বাসী। তবে আগামী দিনে তাদের এই সমস্যার সমাধান না হলে রেল অবরোধের হুঁশিয়ারি দিলেন চন্দ্রকোনারোড বাসী।