গঙ্গাজলঘাটি: দুর্লভপুর শ্রমিক ভবনের কালী মন্দিরের মণ্ডপের আলোকসজ্জা কাজ চলছে শেষ পর্যায়ে
সামনেই কালীপুজো আর সেই কালীপুজো কেন্দ্র করে প্রতিটি ব্লকের কালীমন্দিরে মণ্ডপ থেকে অলোকসজ্জার কাজ চলছে জোর কদমে ।সেই রকমই গঙ্গাজল ঘাটি ব্লকের দুর্লভপুর শ্রমিক ভবনের কালী মন্দির মণ্ডপ তৈরি কাজ চলছে শেষ পর্যায়ে। চারিদিকে আলোকসজ্জা সেজে উঠেছে। আলোকসজ্জা দেখার জন্য মানুষজন এখন থেকেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন।