মঙ্গলবার শীতলকুচি সিতাই রাজ্য সড়কের লালবাজার চৌপথি সংলগ্ন এলাকায় অটোর চাকা খুলে সিটকে পড়ে জখম এক যাত্রী। অটো যাত্রীরা জানান শীতলকুচি থেকে কয়েকজন যাত্রী নিয়ে সিতাইয়ের দিকে যাচ্ছিল অটোটি। সেই সময় লালবাজার চৌপথি সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ হয়। অটোর যাত্রীরা বিষয়টি অটো চালক কে জানালেও তিনি কোন কর্ণপাত করেননি। কিছুক্ষণ পরেই অটোর চাকা খুলে ছিটকে পড়ে জখম হয় এক যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ।পুলিশ জানায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।