লালগোলা:-গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ শুক্রবার ভোরে পন্ডিতপুর কিষান মান্ডি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করল এক মাদক পাচারকারীকে। তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৬২০ গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। ধৃতের নাম জহিরুল হক (৩০), বাড়ি লালগোলা থানা এলাকার বিশ্বনাথপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক পাচারের সক্রিয় নেটওয়ার্ক নজরে ছিল তদন্তকারীদের। অবশেষে শুক্রবার ভোরে হাতেনাতে ধরা পড়ে