গত সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটার সময় ভিটার পাড়ার বাসিন্দা তথা বৃদ্ধা আত্মা সুলতান মন্ডল বয়স ৬৫ আগুন পোহাতে গিয়ে কাপড়ে সোয়েটারে আগুন লেগে যায়, পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসে তেহট্ট মহাকুমা হাসপাতালে, চিকিৎসা চলাকালীন আত্মা সুলতান মণ্ডলের মৃত্যু হয়। এরপরে আগুনে পুড়ে মৃত সুলতান মন্ডল এর মৃতদেহ সংরক্ষণের জন্য রাখায় তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে।