শীতলকুচির মহিষমুরি এলাকায় নদী বক্ষ থেকে দিনের পর দিন অবৈধভাবে বালি চুরি করছে বালি মাফিয়ারা। এই অভিযোগে রবিবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সংলগ্ন ধরলা নদী থেকে বালি চুরি করে তিনটি পিকআপ ভ্যান পালানোর সময় স্থানীয়রা তিনটি বালি ভর্তি পিকাপ ভ্যান আটক করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই বালু ভর্তি পিকআপ তিনটি থানায় নিয়ে আসে। বালি মাফিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।