বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ রামপুরহাট ২ নম্বর ব্লকের মারগ্রাম থানার অন্তর্গত দুনিগ্রাম–বালসাই এলাকায় ধানের কুটি বোঝাই একটি ট্রাক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরের ইলেক্ট্রিক তারে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ধানের কুটি ভর্তি ডালায়। পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত ট্রাক্টরের ডালা থেকে ইঞ্জিন আলাদা করে নেওয়া হয়। ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় ইঞ্জিনটি।