হরিশ্চন্দ্রপুর ২: স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, কুশিদা দেহ উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ, ব্যাপক উত্তেজনা
বাড়ির অদূরে বাঁশ বাগান থেকে ব্যক্তির উদ্ধার দেহ।খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।দেহ উদ্ধার করতে এসে এলাকাবাসীর ব্যাপক বাধার মুখে পুলিশ।পুলিশের সঙ্গে গ্রামবাসীর ধস্তাধস্তি।মালদার হরিশ্চন্দ্রপুরের কুশীদা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।মৃতের নাম পল্লব সিং।খুনের অভিযোগ স্ত্রী বিউটি সিং এর বিরুদ্ধে।পল্লব এবং বিউটির প্রায় কুড়ি বছরের বিবাহিত জীবন। কিন্তু বিগত কয়েক বছর ধরে দাম্পত্য বিবাদ চলছিল। ছেলেকে নিয়ে অন্যত্র থাকতো বিউটি।স্বসত ভিটেতে থাকতে বাধা দেয়।