পূর্বস্থলী ১: সমুদ্রগড়ের গৌরাঙ্গ পাড়া এলাকায় পূর্বস্থলী ১ সমন্বয় কমিটির উদ্যোগে CITU এর তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো
সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU) পূর্বস্থলী ১ সমন্বয় কমিটির উদ্যোগে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের গৌরাঙ্গপাড়া এলাকায়। তার আগে রবিবার সকালে সমুদ্রগড় স্টেশন বাজার এলাকা থেকে একটি রেলি অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে citu তরফে অরুণাভ চক্রবর্তী তিনি বলেন, কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর সমকোড লাগু করছে, গত সপ্তাহে তারা নোটিশ দিয়ে জানিয়েছে। এর ফলে শ্রমিকদের তীব্র আক্রমণ নেমে আসবে। ইউনিয়ন করা যাবে না।