ময়ূরেশ্বর ১: অবৈধভাবে বালি পাচারের অভিযোগে পাঁচটি ডাম্পার আটক করলো মল্লারপুর BLRO
অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ১৪ নম্বর জাতীয় সড়ক থেকে পাঁচটি বালি বোঝাই ডাম্পার আটক করল ময়ূরেশ্বর এক নম্বর BLRO, এ বিষয়ে ময়ূরেশ্বর এক নম্বর BLRO দাবি করছেন ১৪ নম্বর জাতীয় সড়কে অভিযানের সময় পাঁচটি ডাম্পারে বালি নিয়ে আসা হচ্ছিল ওভারলোড করে আর তাদের এই হানাতে রাস্তার পাশে গাড়ি রেখে পালিয়ে যায় গাড়ির চালক সহ খালাসি।