SIR এর মধ্যেই ফর্ম ৭ জমা করল বহরমপুর বিজেপি বিধায়ক। বুধবার বিকেলে বহরমপুর বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন) বিজেপি কর্মীদের নিয়ে ERO অফিসে যান ফর্ম ৭ জমা করতে। সেখানে গিয়ে ERO না থাকতে এবং ফর্ম ৭ নিতে অস্বীকার করলে বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ জেলাশাসক নিতীন সিংহানীয়ার কাছে গিয়ে ফর্ম ৭ জমা নিতে অনুরোধ করেন।মুর্শিদাবাদ জেলাশাসক রিসিভ সেকসানে ফর্ম ৭ জমা দেওয়ার নির্দেশ দেন।