দীর্ঘদিনের রাস্তার দাবী পূর্ণ হল চোপড়া কুমারটোল বাসির। শনিবার বিকেল চারটা নাগাদ এই রাস্তার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় আমিথি মোড় থেকে কবরস্থান হয়ে বাজারগছ পর্যন্ত ১৫২০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তার শুধু শুভ উদ্বোধন করা হয় আজ। এই রাস্তা নির্মাণের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৮২ লক্ষ ৩৬ হাজার ১১১ টাকা। এই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এ রাস্তাটির, আজ সেই রাস্তার শ