রক্তের সংকট মেটাতে শালবনী ব্লকএর কর্ণগড় অঞ্চলের কুলাপাছুড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেস এর INTTUC এর উদ্যোগে আজ শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়, মূলত শীতকালীন রক্তের সংকট এর চাহিদা পূরণ করার জন্যই তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ বলে এদিন বেলা প্রায় ৩ টে নাগাদ জানিয়েছেন আয়োজকরা।