খোয়াই: খোয়াই নতুন টাউন হলে ফ্রেশার্স সোসিয়াল মিট অনুষ্ঠানে বিভিন্ন জনজাতি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত
Khowai, Khowai | Nov 30, 2025 খোয়াই নতুন টাউন হলে ফ্রেশার্স সোসিয়াল মিট অনুষ্ঠানে বিভিন্ন জনজাতি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত এদিন বিকেল তিনটে নাগাদ এক এক করে বিভিন্ন জনজাতি অংশের সাংস্কৃতিক দলগুলি এক এক করে তাদের সাংস্কৃতিক কার্যকলাপ পরিবেশিত করে হল ভর্তি সকলের সামনে। এদিন ব্যাপক সংখ্যক জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির মধ্য দিয়ে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান গুলি পরিবেশিত হয়।