রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও তার আগেই শাসক দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল চারটে নাগাদ কৃষ্ণনগর উত্তর বিধানসভার অন্তর্গত পোড়াগাছা পঞ্চায়েতে উন্নয়নের সংকল্প নিয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নেতা-নেত্রী সহ বিপুল সংখ্যক কর্মী। স্থানীয় উন্নয়ন ও জনসংযোগকে সামনে রেখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।