কলকাতা: স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে এক লক্ষ শিক্ষার্থীকে ঋণ — মুখ্যমন্ত্রীর ঘোষণা
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁল রাজ্য। শুক্রবার দুপুর ১২টা নাগাদ নিজের X হ্যান্ডলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ১ লক্ষ ছাত্রছাত্রীকে ঋণ প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই অর্জনকে “ঐতিহাসিক মাইলফলক” বলে অভিহিত করেন।