রবিবার শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি অঞ্চলে অন্তর্গত মিরাপাড়া এলাকায় দুই ভাইয়ের জমির সীমানায় বেড়া দেওয়া কে কেন্দ্র করে প্রাথমিক পর্বে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে বিবাদের সূত্রপাত এবং পরে উভয় পক্ষের মারধর শুরু হয়। এতে একপক্ষের দুইজন এবং অপরপক্ষের তিনজন জখম হন। প্রতিবেশীরা জখম দেব উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে আসে। যদিও এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।