সিরকাবাদ মহা শ্মশান কালী মন্দিরে প্রতিষ্ঠাতা শ্রীশ্রী ঠাকুর স্বামী শ্রী শ্রদ্ধানন্দ ব্রহ্মচারীর শুভ আবির্ভাব ও ১৬৬তম জন্মোৎসব পালিত হল।রবিবার আড়শা ব্লকের সিরকাবাদে। উৎসব উপলক্ষে দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে পূজো-পাঠ, হোম ও সংকীর্তনের মাধ্যমে ভক্তিভরে জন্মোৎসব উদ্যাপন করা হয়। নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরুপ মাঝি