রাতের অন্ধকারে ছাগল খাওয়ার আতঙ্কের মধ্যেই এবার নবগ্রামের তালগড়িয়া গ্রামে ছাগল খাওয়ার আতঙ্ক। রবিবার সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নবগ্রামের তালগড়িয়া গ্রামে। স্থানীয় সূত্র জানা গেছে তালগড়িয়া গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য মানোয়ার শেখের গোয়ালে তিনটি ছাগল ছিল, সকালে বের করতে গিয়ে দুটি। বাড়ির পিছনে খেয়ে ফেলা দেহাংশ পড়ে থাকতে দেখা যায় তৃতীয় ছাগলের। ঘটনায় সকাল সকাল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কাদায় পায়ের ছাপ দেখে স্থানীয়রা বিভিন্