নতুন বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব উপলক্ষে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে বিশেষ সন্ধ্যারতি অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সন্ধ্যারতি শুরু হয়। সকাল থেকেই মিশন প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে। বিকেল গড়াতেই বিশেষ সন্ধ্যারতির সময় তৈরি হয় এক অন্যরকম শান্ত-স্নিগ্ধ আবহ। ভক্তরা গভীর ভক্তিভাব নিয়ে প্রার্থনায় অংশ নেন। স্বামী পরেশাত্মানন্দজি মহারাজের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে ছিল বিপুল উৎসাহ। প্রতি বছর ১লা জানুয়ারি কল্পতরু উৎসব পালন করা হয়।