নলহাটি ২: বাঁদখালা গ্রামে SIR এর ফর্ম পূরণের তৃণমূলের ক্যাম্পে উপস্থিত ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্য ও দলের আহ্বায়ক
বাঁদখালা গ্রাম সহ আরো অনান্য গ্রামে তৃণমূলের বাংলার ভোটাধিকার রক্ষার্থে SIR সহায়তা কেন্দ্রে ফর্ম পুরনের জন্য ভীড় জমান গ্রামবাসীরা।ঐ ক্যাম্পে শুধু ফর্ম ফিলাপই নয় SIR সংক্রান্ত আরো অন্যান্য বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন গ্রামবাসীরা, সেসবের উত্তরে বুঝিয়ে দেন ক্যাম্পের ঐ কাজে নিয়োজিত কর্মীরা ও দলীয় নেতৃত্বরা।বিভিন্ন গ্রামে সহায়তা কেন্দ্র ছাড়াও পাড়ার মোড়ের মাথায় রাস্তায় বসে তৃণমূলের নেতাকর্মীরা সাহায্য করছেন।