২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বাংলা জুড়ে সিপিআইএমের নতুন অভিযান 'বাংলা বাঁচাও যাত্রা' রবিবার ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) গয়েশপুর এরিয়া কমিটির উদ্যোগে, বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে, গয়েশপুর ৮নং ওয়ার্ড মসজিদ মোড় থেকে গোকুলপুর খালধার পর্যন্ত দীর্ঘ ১০ কিমি রাস্তা একটি সুসজ্জিত বাইক মিছিল করা হল। এদিন এই মিছিল শেষে গোকুলপুর খালেরধার মোড়ে বর্তমান দাবিসমূহ নিয়ে একটি পথসভা করা হয়। রবিবার আনুমানিক বিকেল পাঁচটা ২০ নাগাদ সেই ছবি উঠে এলো