মানবাজার ২: বান্দোয়ান তিন নম্বর মণ্ডলের উদ্যোগে বোরোতে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক
বান্দোয়ান তিন নম্বর মণ্ডলের উদ্যোগে মানবাজার দু'নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক।সোমবার বিকেল পাঁচটা থেকে বোরো এলাকায় একটি বেসরকারি লজে এই বৈঠক অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন বিধানসভা ইনচার্জ আনন্দ শর্মা, রাজ্য এসটি মোর্চার সম্পাদক পার্সি মুর্মু,রাজ্য এসসি মোর্চার সাধারণ সম্পাদক মদন রুহিদাস,বান্দোয়ান তিন নম্বর মন্ডল সভাপতি সঞ্জয় মাহাতো সহ দলীয় কর্মীরা।