মহিষাদল: মহিষাদল গেঁওখালি ওয়াটার সাপ্লাই প্ল্যানটে শ্রমিকদের সিওডির দাবিতে বিক্ষোভ। শনিবার সকাল থেকে প্রাল্ট চালু রেখে শ্রমিকরা
মহিষাদল গেঁওখালি ওয়াটার সাপ্লাই প্ল্যানটে শ্রমিকদের সিওডির দাবিতে বিক্ষোভ। শনিবার সকাল থেকে প্রাল্ট চালু রেখে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের দাবি ২০২৩ সালে পর থেকে সিউড়ি পেন্ডিং রয়েছে। অবিলম্বে সিওডি করতে হবে এই দাবি নিয়ে ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের সামনে বিক্ষোভ দেখায়। প্রায় 180 জন শ্রমিক কর্মরত রয়েছে। শনিবার দুপুর ১২ টার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন আন্দোলনকারী শ্রমিকরা।