মাথাভাঙা ১: মাথাভাঙ্গা শহরে হনুমান মন্দির এর পক্ষ থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হলো
হনুমান মন্দিরের উদ্যেগে রাম মন্দিরে ধ্বজা উদ্বোধন ও সীতার বিবাহ বার্ষিকী ও অযোধ্যা রাম মন্দিরের ধ্বজা স্থাপন করা উপলক্ষে মঙ্গলবার বেলা 1 টা নাগাদ মদন মোহন বাড়ি থেকে শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন মাথাভাঙা মদন মোহন বাড়ি থেকে এই শোভাযাত্রা মাথাভাঙা শহর পরিক্রমা করেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে শ্রী রামের বিবাহ বার্ষিকী ও অযোধ্যায় রাম মন্দিরে কাজ সম্পন্ন হয়েছে এবং ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। তাই শহরের শোভাযাত্রা করা হয়।