ঝালদা ১: গাগি গ্রামে আনন্দমার্গের ৬ ঘন্টা "বাবা নাম কেবলম" সংকীর্তন আয়োজিত হলো
গাগি গ্রামে আনন্দমার্গের ৬ ঘন্টা "বাবা নাম কেবলম" সংকীর্তন আয়োজিত হলো অন্যান্য মাসের মতো এবারেও বাগমুন্ডির গাগী ইউনিটের পক্ষ থেকে ৬ ঘন্টা ব্যাপী অখন্ড বাবা নাম কেবলম সংকীর্তন আয়োজিত। আনন্দমার্গ শিক্ষা, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক মার্কেট বিষয়ে নিরন্তর কাজ করে চলেছে। সেই মতো মাসিক কীর্তনের অন্তর্গত রবিবার দুপুর ১ টা থেকে ছয় ঘন্টা ব্যাপী বাবা রাম কেবলম সংকীর্তনে এদিন গাগী গ্রামের ৮ থেকে ৮০, পুরুষ থেকে মহিলা সকলের উপস্থিতি লক্ষ্য করা গেল।