শীতলকুচি: ২৯ শে নভেম্বর তুফানগঞ্জে বাংলা বাঁচাও যাত্রাকে সাফল্যমন্ডিত করতে শীতলকুচি বাজারে মিছিল সিপিআইএমের, উপস্থিত জেলা সম্পাদক
মঙ্গলবার শীতলকুচি বাজারে সিপিআইএমের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। জানা যায় আগামী 29 শে নভেম্বর তুফানগঞ্জে বামফ্রন্টের পক্ষ থেকে বাংলা বাঁচাও যাত্রার সমাবেশ অনুষ্ঠিত হবে ।সেই বাংলা বাঁচাও যাত্রার সমাবেশকে সাফল্যমন্ডিত করে তুলতে এবং কৃষকের ফসলের ন্যায্যমূলের দাবিতে এই মিছিল বলে জানান শীতলকুচি এরিয়া কমিটির সম্পাদক।