ডোমকলে মাটি মাফিয়ার তাণ্ডব! রাতের অন্ধকারে কেটে ফেলা হল ৮ কাঠা কলা বাগান। ডোমকলে মাটি মাফিয়ার দৌরাত্ম্যে সর্বস্বান্ত এক চাষি পরিবার। রাতের অন্ধকার আর ঘন কুয়াশার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা কেটে ধ্বংস করে দিল প্রায় ৮ কাঠা জমির কলা গাছ। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার অন্তর্গত ভগীরথপুরের বাঁধপাড়া এলাকায়। অভিযোগ, পরিকল্পিতভাবেই গভীর রাতে এই হামলা চালানো হয়েছে। চাষির দাবি, প্রায় ৪০ বছর ধরে চাষ অবাদ করে আসছে ওই কৃষক। দীর্ঘ দিন ধরে পরিশ্রমে গড়ে তোলা কলা বাগান এক রা