এক ১৫ বছর বয়সী নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশী এক দাদুর বিরূদ্ধে। আলিপুরদুয়ার -১ ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অভিযোগ নিয়ে শোরগোল পরে গিয়েছে।অভিযোগ শুক্রবার সকালে ওই নাবালিকা বাড়িতে একাই ছিল।সেই সময় প্রতিবেশী ওই ব্যক্তি এসে নাবালিকার বাবা মায়ের খোঁজ করে।এরপরই বাড়িতে কেউ না থাকায় নাবালিকাকে ধর্ষনের চেষ্টা করে।সেই সময় নাবালিকা সেখানে থেকে পালিয়ে যায়।