বালুরঘাট: সংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের উপর হামলার প্রতিবাদে বালুরঘাটে পথ অবরোধ বিজেপির
সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর নাগরাকাটায় হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বালুরঘাট হিলি মোড়ে পথ অবরোধে সামিল হয় বিজেপি নেতৃত্ব।এদিনের এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বুধরাই টুডু, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মন, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার,দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী সহ একাধিক বিজেপি নেতা-কর্মী।