বালি পৌরসভার 32 নম্বর ওয়ার্ড দীর্ঘজল যন্তনার দরুন এখানকার মানুষের পড়ে হাত পা ভেঙেছে এবং বর্তমানে চর্ম রোগের ও জন্ডিসের শিকার হয়েছে প্রত্যেক ঘরের কোন না কোন ব্যক্তি। এখানকার মানুষের অভিযোগ দীর্ঘদিন যাবত তিন থেকে চার বছর ধরে এখানে কোন নিকাশি ব্যবস্থা থেকে রাস্তায় জল জমার শুরু হয় না বারবার বালি পৌরসভা কে জানিও তার কোন সুরাহা পাননি এখানকার মানুষরা। তাই তারা বাধ্য হয়ে আজকে রাস্তা অবরোধ।