কাঁকসা: কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকলো গোটা পানাগড়, রেল ও সড়ক পথে ব্যাহত যান চলাচল,দেখা নেই সূর্যের
ঘন কুয়াশায় ঢাকলো গোটা পানাগড়,একদিকে কনকনে ঠান্ডা,তার উপর কুয়াশায় ঢেকে যায় গোটা পানাগড় শহর।কুয়াশার জেরে একদিকে যেমন সকাল থেকেই ব্যাহত ট্রেন চলাচল।তেমনই জাতীয় সড়কে সমস্ত গাড়ির লাইট জেলেই চলাচল করতে হয় সমস্ত যানবাহনকে।ঘন কুয়াশার জেরে রাস্তা ঘাটে দৃশ্মমানতা কম থাকায় যাতায়াতের সমস্যা দেখা দেয়।এদিন সকাল ১০ টা পর্যন্ত সূর্যের দেখা মেলে নি।ঘন কুয়াশার জেরে রাস্তাঘাটে এক প্রকার দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।পানাগড় জুড়ে প্রবল কুয়াশার সাথে উত্তরে হওয়ার দাপট।