পথ দুর্ঘটনায় তিনজন বাইক আরোহী গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মাথাভাঙা ১ নং ব্লকের কুর্শামারি এলাকায়। জানা গেছে একটি বাইকের সাথে একটি টোটো মুখোমুখি সংঘর্ষ হয় । স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন একটি বাইকে করে তিনজন ব্যক্তি কুর্শামারির দিকে আসছিলেন উল্টোদিকে উল্টোদিকে মাথাভাঙা থেকে একটি টোটো কুর্শামারি যাচ্ছিল। সেই সময় হনুমান মন্দিরের কাছে টোটো ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়। এবং তাতে তিনজন বাইক আরোহী উল্টে যায়। এবং গুরুতর আহত হয়।