হলদিয়া রিফাইনারি কারখানায় গেটের সামনে CITUপক্ষ থেকে CODসহ অন্যান্য দাবিতে অনসন ও ধর্না । শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু হয় চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত। ২০২১ সালের জুলাই মাসে বকেয়া মজুরি সংশোধন COD কার্যকর, বছরে দুবার পুলিশ ভেরিফিকেশন নিয়ম বাতিল করে দীর্ঘমেয়াদী ব্যবস্থা চালু করতে হবে, সময় মতো বেতন, পেনশনের জন্য EPFOজমা সহ অন্যান্য দাবিতে অনশন ও ধর্না কর্মসূচি।উপস্থিত CPIMজেলা সম্পাদক মন্ডল সদস্য পরিতোষ পট্টনায়েক সহ অন্যান্যরা।